মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

দুপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
দুপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’

বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবি মেনে না নিলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা নতুন কর্মসূচি ঘোষণা দেন।

শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সোমবার রাতের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হবে। তিন দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসাবে তৃতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। সারাদেশে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা।

জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার বলেন, ‘দুপুরে আমরা মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব। শিক্ষক-কর্মচারীদের দাবির প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে, ততক্ষণ রাজপথ ছেড়ে যাব না।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com