মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

দীর্ঘদিন ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ঘুরছে বিনোদনপাড়ায়। তবে এতদিন এ বিষয়ে মুখ খোলেননি কেউই। অবশেষে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া নিজেই।

সম্প্রতি দেশের একটি ‘শো’তে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে উত্তর দিতে হয় সঙ্গে সঙ্গে। সেখানে সাদিয়ার হাতে উঠে আসে একটি চিরকুট, যাতে লেখা ছিল—‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি পড়েই মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’ উপস্থাপক আবারও প্রশ্ন করেন, ‘তাহলে বিষয়টা সত্যি?’

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু ভাবতেই দিই। এটাই আমার ভালো লাগা।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’

তবে নিজের প্রেমের বিষয়ে এমন খোলামেলা মন্তব্য করলেও, নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ দেখা গেছে সাদিয়া আয়মানকে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে সাদিয়ার চরিত্রটি ছিল আলোচনায়। পাশাপাশি তিনি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করছেন এবং বর্তমানে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে কাজ করছেন টেলিভিশন ও ওটিটিতে সমানতালে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 thecrimesearch.com